শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
এসব প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভাইরাসটিতে সব থেকে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র।
এছাড়া জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ করে ছাড়িয়েছে। জার্মানিতে ১ লাখ ৩৮ হাজার ২২১, ফ্রান্সে ১ লাখ ৬৫ হাজার ২৭ এবং যুক্তরাজ্যে ১ লাখ ৩ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যান্য দেশের মধ্যে চীনে ৮২ হাজার ৬৯২ জন, ইরানে ৭৯ হাজার ৪৯৪ জন, তুরস্কে ৭৪ হাজার ১৯৩ জন, বেলজিয়ামে ৩৬ হাজার ১৩৮ জন, কানাডায় ৩০ হাজার ১০৬ জন এবং সুইজারল্যান্ডে ২৬ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯।
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এইচএমএস/এইচজে