ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনার টিকা মানুষের ওপর প্রয়োগ করতে যাচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
করোনার টিকা মানুষের ওপর প্রয়োগ করতে যাচ্ছে ব্রিটেন

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনার টিকা নিয়ে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে সম্ভাব্য টিকা তারা উদ্ভাবন করে ফেলেছে। বৃহস্পতিবার থেকে তা মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করা হবে। 

করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য এরইমধ্যে ২ কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।  

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, স্বাস্থ্য দপ্তর করোনার ওষুধ তৈরি করতে সব রকম প্রয়াস চালাচ্ছে।

এ ক্ষেত্রে ব্রিটেন অগ্রণী ভূমিকা পালন করছে।

মঙ্গলবার ব্রিটেনে করোনা ভাইরাসের সংক্রমণে ৮২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সেখানে মারা গেছেন ১৭,৩৩৭ জন।  

সারা বিশ্বে ২৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশই ইউরোপ ও আমেরিকার বাসিন্দা। এ পর্যন্ত বিশ্বে এ ভাইরাসের হানায় প্রাণ গেছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষের।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।