ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কর্মক্ষেত্রে ফেস মাস্ক বাধ্যতামূলক করছে ফ্রান্স 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
কর্মক্ষেত্রে ফেস মাস্ক বাধ্যতামূলক করছে ফ্রান্স  ..

দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ কর্মক্ষেত্রে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করছে ফ্রান্স। একজনের বেশি কাজ করেন এমন অফিস ও কারখানাগুলোতে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে।

খবর বিবিসির।

জুলাইয়ের পর থেকে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের হার ও মাস্ক ব্যবহারের হার বেড়েছে। এক সপ্তাহে দেশটিতে দুই হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দুই লাখ ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর ৩০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিবিসির প্যারিসের সংবাদদাতা লুসি উইলিয়ামসন জানিয়েছেন, দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় এক চতুর্থাংশ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।  

দেশটির বাজেটের ১১ শতাংশ পূরণ করতে সরকার পুনরায় কাজে ফিরতে উৎসাহিত করেছিল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফ্রান্স মার্চে দেশটিতে কঠোর আরোপ করে। আর এটি পর্যায়ক্রমে ১১ মে থেকে শিথিল করে দেওয়া হয়।

এরপর জুলাইয়ে আবারও করোনার প্রাদুর্ভাবের পরে সরকার পাবলিক প্লেসে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করে। একইসঙ্গে দেশটির বেশ কয়েকটি শহরে ফেস মাস্ক পরাও আবশ্যিক করে। বর্তমানে দেশটির যেসব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় এমন স্থানগুলোতে মাস্ক পরার পরামর্শ দিয়েছে ফ্রান্স সরকার।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।