ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ের কাছে ভবন ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
মুম্বাইয়ের কাছে ভবন ধসে নিহত ১০ মুম্বাইয়ের কাছে ভবন ধসে নিহত ১০

ভারতের মুম্বাইয়ের নিকটবর্তী ভিবান্ডি এলাকায় তিনতলা একটি ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ২৫ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত অন্তত ২০ জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিবান্ডির প্যাটেল কমপাউন্ড এরিয়ার ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর কর্মকর্তারা।

উদ্ধারকাজ অব্যাহত আছে। ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০-২৫ জন লোক আটকা পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনডিআরএফের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবন ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।

তিনতলা ওই ভবনটি ৪০ বছরের পুরনো ছিল এবং এতে ২০টির মতো পরিবার বসবাস করতো।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।