ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন হটাতে ভারতীয় সেনাদের সাহায্যে লাদাখবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
চীন হটাতে ভারতীয় সেনাদের সাহায্যে লাদাখবাসী লাদাখের গ্রামবাসী ভারতীয় সেনাদের জন্য খাবার পৌঁছে দিচ্ছে পিঠে করে, ছবি: সংগৃহীত

গোটা ভারত আলোচনা করছে লাদাখ পরিস্থিতি নিয়ে! চীন ভারত সংঘাতের মধ্যে যখন তাবড় কূটনৈতিক আলোচনা; রাষ্ট্রনেতা পর্যায়ের সবাই যখন এই আলোচনায় ব্যস্ত, তখন লাদাখবাসীর পরিস্থিতি উঠে এসেছে নতুন এক রিপোর্টে। তারা যেন চীনের দখলে না যান, সেজন্য সেখানের ভারতীয় সেনাদের জন্য যা যা করার তা-ই করেছেন কঠোর পরিশ্রমে।

সংবাদমাধ্যম বলছে, লাদাখের সংঘাতের মধ্যে ভারতীয় সেনা যেন ধীরে ধীরে এলাকাবাসীর কাছে ‘ত্রাতা বা রক্ষাকর্তা’ হয়ে উঠছে। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাদের পাশে লাদাখের চুশুল গ্রামের বাসিন্দারা। তারা চীনকে হটাতে, তাদের বিরুদ্ধে টিকে থাকতে বিভিন্নভাবে সেনাদের সাহায্য করছেন।

সম্প্রতি দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গোটা লাদাখ কার্যত উদ্বেগ আতঙ্কে দিন কাটাচ্ছে। এরমধ্যে চলছে চীন-ভারত সংঘাত। এমন পরিস্থিতিতেই ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়েছে লাদাখের বহু মানুষ। সেনাদের কাছে চাল-ডালের বস্তা কঠিন পার্বত্য এলাকা পেরিয়ে পৌঁছে দিচ্ছে গ্রামবাসী। মূলত লাদাখের মানুষের কাছে এখন ত্রাতা ভারতীয় সেনা। এর নেপথ্যে রয়েছে বহু কারণ।

চুশুল গ্রামের ১০০ জন নারী-পুরুষ হিমালয়ের কঠিন পার্বত্য এলাকার ব্ল্যাক টপে ভারতীয় সেনাদের রসদ পৌঁছে দিচ্ছেন পিঠে করে। এই ছবি এখন লাদাখে প্রায়ই দেখা যাচ্ছে। মূলত গ্রামবাসীরা চাইছেন, চীনের হাত থেকে সেনা তাদের ‘রক্ষা’ করুক। তাই গোটা লাদাখ ভারতীয় সেনার সমর্থনে এসেছে।

গ্রামবাসীর বক্তব্য, ভারতীয় সেনা যদি পোক্ত জায়গায় না থাকে লাদাখে, তাহলে অচিরেই চীন লাদাখসহ তাদের গ্রামের দখল নেবে। তখন চীনা সেনাদের অত্যাচারের শিকার হতে হবে তাদের। তা থেকে বাঁচতেই ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়েছে গোটা লাদাখ। যেখানে বহু মানুষই তিব্বত থেকে চীনের অত্যাচারের জেরে ভারতে এসেছিলেন ১৯৬২ সালের যুদ্ধের সময়।

মূলত লাদাখ সংঘাতের সবচেয়ে কঠিন সময় আসা এখনও বাকি। সেখানে শীতকালে ব্ল্যাক টপের রাস্তা কার্যত বরফ মুড়ে দেবে। ফলে সংযোগ রক্ষা কঠিন হবে। এমন অবস্থায় সেনাদের ভরসা স্থানীয় মানুষ। যারা নিজেরা পাহাড়ের চূড়ায় সেনাকে খাবার, রসদ পৌঁছে দিচ্ছেন। অন্যদিকে, চীন থেকে বাঁচতে লাদাখবাসীর ভরসা ভারতীয় সেনা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।