ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নামিবিয়ায় গণহত্যার দায় স্বীকার জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মে ২৮, ২০২১
নামিবিয়ায় গণহত্যার দায় স্বীকার জার্মানির

বিশ শতকে শতাধিক বছর আগে নামিবিয়ায় জার্মানির চালানো হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকার করে ক্ষমা চাইলো জার্মানি। এ ঘটনায় ১৩৪ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

নামিবিয়ার অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও ক্ষতিগ্রস্তদের জন্য নানা প্রশিক্ষণ কার্যক্রমে ৩০ বছরে এই আর্থিক অনুদান দেবে জার্মানি।

শুক্রবার (২৮ মে) বিষয়টি জানায় বিবিসি।

জার্মান ঔপনিবেশিকরা বিংশ শতকের শুরুতে হেরেরো ও নামা জনগোষ্ঠীর লাখো মানুষকে হত্যা করে। এত বছর পর ২৮ মে, ২০২১ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সরকারিভাবে এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকার করলেন।

এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানির ঐতিহাসিক ও নৈতিক দায় থেকে আমরা নামিবিয়া এবং নিহতদের উত্তরাধিকারীদের কাছে ক্ষমা চাইবো।  

নামিবিয়া সরকারের একজন মুখপাত্র এ বিষয়ে বার্তা সংস্থা এএফপিকে বলেন, গণহত্যার দায় স্বীকার করা জার্মানির ‘সত্য ও সঠিকের পথে প্রথম পদক্ষেপ। ’

১৮৮৪ থেকে ১৯১৫ পর্যন্ত নামিবিয়া জার্মান উপনিবেশ ছিল, যার নাম ছিল ‘জার্মান দক্ষিণ-পশ্চিম আফ্রিকা। ’

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মে ২৮, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।