ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জুন ২৪, ২০২১
২ বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

ঢাকা: আন্তর্জাতিক বাজারে গত দুই বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।  

বুধবার (২৩ জুন) নিউ ইয়র্কের ব্রেন্ট ক্রুড প্রতিব্যারেল ৭৬ ডলারে বিক্রি করেছে।

২০১৮ সালের অক্টোবর মাসের পর এটি সর্বোচ্চ দাম।

মার্কিন অপরিশোধিত তেলের মজুদ থেকে গত সপ্তাহে ৭৬ লাখ ব্যারেল তেল কমে ৪৫ কোটি ৯১ লাখ ব্যারেলে দাঁড়ায়। দেশটিতে ভ্রমণ প্রবণতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তেলের মজুদ কমে যায় এবং এতেই দাম বেড়ে গেছে।

২০২০ সালের মার্চ মাসে আমেরিকায় তেলের মজুদ যতটা কমে গিয়েছিল তারপর এই প্রথম তেলের মজুদ এত কমলো।

শিকাগোর প্রাইস ফিউচার গ্রুপের সিনিয়র বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, করোনাভাইরাসের মহামারি কিছুটা স্বাভাবিক হওয়ায় লোকজন আবার তাদের কর্মস্থলে ফিরছে, তারা গাড়ি ব্যবহার করছে এবং এ কারণে তেলের ব্যবহার বেড়েছে যার স্বাভাবিক চাপ পড়েছে দামের ওপর।

গত মঙ্গলবার কাতার অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তৃতায় বিশ্বের বড় বড় তেল কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তেলের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কার কথা জানিয়েছিলেন। এর একদিন পরই আমেরিকার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেল।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।