ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামাজিক মাধ্যমের জন্য নতুন আইন পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
সামাজিক মাধ্যমের জন্য নতুন আইন পুতিনের

সামাজিত মাধ্যমগুলোর জন্য নতুন একটি আইনের অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

আইন অনুযায়ী, বিদেশি সামাজিক মাধ্যমগুলো রাশিয়ায় অফিস খুলতে বাধ্য হবে বলে জানিয়েছে রয়টার্স।

আইনে বলা হয়েছে, রাশিয়ায় কোনো বিদেশি প্রতিষ্ঠান ইন্টারনেট কর্মকাণ্ড চালাতে চাইলে তাদের অবশ্যই শাখা কিংবা অফিস খুলতে হবে।  

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য দীর্ঘদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। নতুন এ আইন সেই পদক্ষেপগুলোকে আরও দৃঢ় করলো।  

সরকারবিরোধীরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলন গড়ে তুলতে না পারে, সে কারণে রাশিয়া বিভিন্নভাবেই অনলাইন মাধ্যমগুলো নিয়ন্ত্রণে রাখতে চায়। একই সঙ্গে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নির্ভরতা হ্রাস করতে চায়।  

এর আগে ফেসবুক, টুইটারসগ বিভিন্ন মাধ্যম থেকে সরকারবিরোধী কনটেন্ট মুছে ফেলতে চাপ দিয়েছিল মস্কো। চাহিদা অনুযায়ী কনটেন্ট সরিয়ে না নেওয়ায় সেখানে টুইটারের স্পিড কমিয়ে দেওয়া হয়।

ব্যক্তিগত তথ্য আইন লঙ্ঘনের অভিযোগ তুলে গত বুধবার গুগলের বিরুদ্ধে মামলাও করেছে দেশটি।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।