ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল ফিলিপাইন

আগামী সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশসহ ১০ দেশের ওপর দেওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিলিপাইন।  

শনিবার (৪ সেপ্টেম্বর) প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ম্যানিলা টাইমস এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী সোমবার থেকে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিক দেশটিতে ভ্রমণ করতে পারবেন।   

দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ