ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

অ্যারোফ্লটের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২২
অ্যারোফ্লটের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট আগামী ৮ মার্চ থেকে প্রায় সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। কারণ হিসেবে তারা বলছে, ফ্লাইট পরিচালনায় তারা অতিরিক্ত বাধার মুখোমুখি হচ্ছে।

তবে সংস্থাটি বলছে, একমাত্র প্রতিবেশী দেশ বেলারুশ এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমায় অ্যারোফ্লটের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে সংস্থাটির জন্য বিভিন্ন গন্তব্যে যাত্রী বহন কঠিন হয়ে পড়েছে।

রাশিয়ার এভিয়েশন ইন্ডাস্ট্রির বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে অ্যারোফ্লটসহ বেশ কিছু বিমান সংস্থা ঠিকমতো তাদের কার্যক্রম চালাতে পারছে না।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।