যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পোল্যান্ডে পৌঁছেছেন। ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে মধ্যস্থতা করতে পোলিশ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।
ইউক্রেনে রুশ হামলা মোকাবিলায় পোল্যান্ডকে যুদ্ধবিমান সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে সম্মতি দেয় পোল্যান্ড সরকারও। কিন্তু এই ইস্যুতে মতবিরোধে জড়ায় দুই ন্যাটো মিত্র পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি ন্যাটো জোটের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে সংকট বেড়ে যাওয়ার উচ্চ-ঝুঁকি রয়েছে।
ফলে মতবিরোধের মধ্যেই বুধবার (০৯ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারস পৌঁছেছেন কমলা। তিন দিনের সফরে পোল্যান্ড থেকে তার রোমানিয়ায় যাওয়ার কথা রয়েছে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার ১৫তম দিন অতিবাহিত হচ্ছে বৃহস্পতিবার। তবে রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সরাসরি যুদ্ধের আশঙ্কায় এখনো মেপে কথা বলছে জোটটির সদস্য দেশগুলো।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এনএসআর