ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে ৫শ’ জেনারেটর দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
ইউক্রেনকে ৫শ’ জেনারেটর দেবে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

বেশ কিছুদিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানের কারণে ইতোমধ্যে দেশটিতে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যে বিদ্যুতের সংকট চরমে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনকে পাঁচ শতাধিক জেনারেটর দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর: বিবিসি

জানা গেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি জেনারেটর চেয়ে যুক্তরাজ্যকে অনুরোধ করার পর দেশটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো। জেনারেটরগুলো আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালসহ প্রয়োজনীয় সেবার জন্য বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার হবে। সেই সঙ্গে প্রায় ২০ হাজার বাড়িতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করবে জেনারেটরগুলো।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।