ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন হুমকি নিয়ে তদন্তে রাজি নন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
মার্কিন হুমকি নিয়ে তদন্তে রাজি নন ইমরান খান

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রস্তাবে সম্মত হয়নি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই-ইনসাফ (পিটিআই)।

মঙ্গলবার (১২ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অব স্টেট ডোলান্ড লু’র বার্তা নিয়ে অভিযোগ তুলেছিলেন ইমরান খান।

তিনি বলেছিলেন, তাকে সরিয়ে দিতে বিদেশি চক্রান্ত হচ্ছে। যেহেতু তিনি রাশিয়ার সমর্থনে কথা বলেছিলেন, তাই তাকে সরাবার জন্য উঠেপড়ে লেগেছে বিদেশি শক্তি। ওয়াশিংটনের পাকিস্তানি দূতকে এই হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও ইমরান খান দেশের সার্বভৌমত্বের জন্য লড়ছেন বলে দাবি করেন। তবে যুক্তরাষ্ট্র তার এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ক্ষমতায় এসে শাহবাজ ঘোষণা করেন, বিষয়টি খতিয়ে দেখবে পাকিস্তান পার্লামেন্টের জাতীয় সুরক্ষা কমিটি। যে বার্তার কথা বলা হচ্ছে, তা ঠিক নাকি জাল তা দেখাই হবে কমিটির কাজ। কমিটিতে সামরিক ও আইএসআই কর্মকর্তারা থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রাষ্ট্রদূত, যিনি এই চিঠি পাঠিয়েছিলেন, থাকবেন তিনিও।

কিন্তু ইমরান খানের দল পিটিআই এই তদন্তে রাজি হয়নি। তারা জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী যেভাবে এগোতে চাইছেন, তাতে পিটিআইয়ের সায় নেই। তারা এই প্রস্তাব খারিজ করে দিয়েছে।

তবে তাদের দাবি, সুপ্রিম কোর্ট একটা স্বাধীন কমিশন গঠন করুক। তারাই বিষয়টির তদন্ত করুক। আর তদন্তকারী কমিশনের প্রধান হবেন এমন একজন, যাকে সকলে মেনে নেবে।

সূত্র: ডয়চে ভেলে

বাংলা‌দেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।