ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘ফ্রান্সের প্রেসিডেন্ট হলে হিজাব নিষিদ্ধ করে দেব’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
‘ফ্রান্সের প্রেসিডেন্ট হলে হিজাব নিষিদ্ধ করে দেব’ ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন ল্য পেন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্ক জমে উঠেছে।

নির্বাচনে জিতলে হিজাব নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন- ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী মেরিন ল্য পেন।

এ খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

এক টেলিভিশন বিতর্কে ল্য পেন বলেছেন, আমি যদি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হই, তাহলে দেশে হিজাব নিষিদ্ধ করে দেব। তবে হিজাব নিষিদ্ধ করলেও আমার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়।

এরই মধ্যে ডানপন্থী প্রার্থী মেরিন ল্য পেনের এমন বক্তব্য নিয়ে আলোচনা সরব হয়ে উঠেছে। কেউ কেউ নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে, তার বিপরতে থাকা প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে গৃহযুদ্ধ বেধে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি গৃহযুদ্ধের সূচনা করতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ফ্রান্স হচ্ছে আলোকবর্তিকা ও সভ্যতার প্রতীক। জনসম্মুখে হিজাব নিষিদ্ধ করলে এ ক্ষেত্রে ফ্রান্স হবে বিশ্বের প্রথম দেশ। এটা কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।