ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে ভর্তি! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে ভর্তি!  প্রতীকী ছবি

 বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে ভর্তি হলেন এক বৃদ্ধ। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

 

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গোয়ালিয়রের বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তের বিদ্যুতের জুলাই মাসে বিদ্যুৎ বিল আসে ৩ হাজার ৪১৯ কোটি রুপি। আর এটি দেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তার শ্বশুর। প্রিয়ঙ্কার স্বামী সঞ্জীব তার বাবার অসুস্থতার জন্য দায়ী করেছেন বিদ্যুৎ দপ্তরের ভুল বিলকে।

এই খবর ছড়াতেই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ মধ্য ক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি (এমপিএমকেভিভিসি)।

বিদ্যুৎ অফিস থেকে তড়িঘড়ি জানানো হয়, কোনো এক কর্মীর ভুলেই এমনটি হয়েছে।  সঙ্গে সঙ্গে আবার একটি বিলও তৈরি করা হয়। নতুন বিলে প্রিয়াঙ্কাদের বিদ্যুতের খরচ ১ হাজার ৩০০ রুপি বলে উল্লেখ করা হয়েছে।
 
বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার নিতিন মঙ্গলিক জানিয়েছেন, কোনো এক কর্মীর ভুলে এই কাণ্ড ঘটেছে। এ জন্য তারা দুঃখিত।

মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুমান সিংহ তোমর জানান, যে কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন তাকে চিহ্নিত করা হবে। নতুন বিল পেয়ে কিছুটা ধাতস্থ হয়েছে প্রিয়াঙ্কার পরিবার। তবে অসুস্থ বৃদ্ধকে নিয়ে চিন্তিত তারা।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।