যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকান শহর জুয়ারেজে পৃথক সহিংসতায় ঘটনায় কমপক্ষে আট জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১১ আগস্ট) এসব সহিংসতার ঘটনা ঘটে।
চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রথম ঘটনায় একটি কারাগারে দাঙ্গার ঘটনায় দু কারাবন্দি নিহত হয়। এতে আহত হয় আরও চারজন।
স্থানীয় গণমাধ্যমে দাঙ্গার জন্য সিনালোয়া কার্টেলকে দায়ী করা হয়েছে। এই গ্যাং দলের সাবেক নেতা জোয়াকিন এল চ্যাপো গুজম্যান যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন সাজা খাটছেন।
পরে একটি খাবার দোকানে হামলা চালিয়ে দুই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় আরেকজন আহত হন। পরে দোকানটি পুড়িয়ে দেওয়া হয়।
এদিন সন্ধ্যায় চার জন রেডিও কর্মীকে গুলি করে হত্যা করা হয়। তারা একটি প্রচারমূলক ইভেন্টে অংশ নিয়েছিল।
এ সব ঘটনায় একটি টুইট বার্তায় চিহুয়াহুয়া রাজ্যের গভর্নর মারু ক্যাম্পোস বলেন, এই নৃশংসতায় মানুষের প্রাণহানির জন্য আমি গভীরভাবে দুঃখিত।
সূত্র: এএফপি
বাংলাদেশ সময় : ১৫৪৭ ঘণ্টা, ১২ আগস্ট, ২০২২