সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত একটি হোটেল জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। হোটেলটিতে এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলছে।
পুলিশ বলছে, হামলাকারীরা হোটেলে প্রবেশের আগে গুলি চালিয়েছে। হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা চালানো হয়।
সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর কমান্ডার মোহাম্মদ আবদিকাদির এএফপিকে বলেছেন, নিরাপত্তা বাহিনী হোটেল ভবনের একটি কক্ষের ভেতরে আটকে ফেলা হয়েছে। বেশিরভাগ লোককে উদ্ধার করা হয়েছে তবে এখনও পর্যন্ত অন্তত আটজন বেসামরিক নাগরিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
একটি বিবৃতিতে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়, তারা সবাইকে গুলি করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্য হায়াত নামের হোটেলটিতে সরকারি কর্মকর্তারা বৈঠক করেন।
মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দিকাদির আবদিরহমান জানিয়েছেন, জঙ্গি হামলার পর এরইমধ্যে ওই হোটেলটি থেকে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হোটেলটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।
আল শাবাব আল কায়েদার সঙ্গে যুক্ত একটি জঙ্গিগোষ্ঠী। তাদের সঙ্গে সোমালি সরকারের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।
সূত্র: বিবিসি, এএফপি
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ইআর