ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার নৈতিক অধিকার নেই রাশিয়ার: যুক্তরাজ্য 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার নৈতিক অধিকার নেই রাশিয়ার: যুক্তরাজ্য  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনে হামলা চালানোর কারণে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার  নৈতিক অধিকার হারিয়েছে রাশিয়া। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার ( ১৯ আগস্ট) এমন মন্তব্য করা হয়েছে।

 

ব্রিটেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় রাশিয়ার জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। রাশিয়ার যুদ্ধের প্রভাবগুলো জি২০ বৈঠকে তুলতে ইন্দোনেশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে সেটিকে স্বাগত জানাই।

 চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ