ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কারবালায় পাহাড়ধসে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
কারবালায় পাহাড়ধসে ৪ জনের মৃত্যু

ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের মাটিধসে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

ঘটনাস্থলে আটকা পড়েছেন অনেকে।

রোববার (২১ আগস্ট) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের ওই ঘটনায় আহত হয়েছেন ছয়জন। এখনো ধ্বংস্তূপে কেউ থাকতে পারেন বলে উদ্ধারকাজ চালাচ্ছেন তদন্ত ও উদ্ধারকারী টিম।

এ ঘটনায় কারবালার গভর্নর নাসিফ আল-খাত্তাবি জানিয়েছেন, দেশের নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি হওয়ায় ইমাম আলীর মাজারটি পুরোপুরি বন্ধ থাকবে।

কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। শহর কারবালার কেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত এটি। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে আকস্মিকভাবে শুরু হয় মাটিধস।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।