ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড জেনারেল নিহত

সিরিয়ায় মিশনে গিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস’র (আইআরজিসি) এক জেনারেলর নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

ইরনার বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, রোববার (২১ আগস্ট) ইরানের বিপ্লবী গার্ড জেনারেল আবোলফজল আলিজানি সিরিয়ায় নিহত হন। আইআরজিসির স্থল বাহিনীর এ সদস্য সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

আলিজানিকে ‘যুদ্ধক্ষেত্রের রক্ষক’ হিসেবে অবিহিত করেছে ইরান। এ ধরনের উপাধি সিরিয়া বা ইরাকে কাজ করা ইরানি সমর নেতাদের দেওয়া হয়ে থাকে। কোন হামলায় কীভাবে আলিজানি নিহত হয়েছেন, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান বলছে, দামেস্কের আমন্ত্রণে নিজেদের সেনা বাহিনী সিরিয়ায় মোতায়েন করা হয়েছিল। এবং তা শুধু উপদেষ্টা হিসেবে।

এর আগেও আইআরজিসির পাঁচ সদস্য সিরিয়ায় নিহত হন। আগস্টে এ ঘটনার পর ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিতের পর তাদের জানাজা করা হয়।

তার আগে গত মার্চে সিরিয়ায় গার্ডসের দুই সদস্য নিহত হন। ইসরায়েলি হামলায় এ ঘটনাটিকে অপরাধ মন্তব্য করে তাদের ‘মূল্য চোকাতে হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

সূত্র : আরব নিউজ

বাংলাদেশ সময় : ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।