ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের করোনায় আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ফের করোনায় আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ( ২৪ আগস্ট) তার  উপ-যোগাযোগ পরিচালক কেলসি ডনোহুয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

 

এর আগে গত মঙ্গলবার জিল বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।  

এক বিবৃতিতে কেলসি ডনোহুয়ে বলেন, জিল বাইডেন ডেলাওয়্যারের পারিবারিক বাড়িতে থাকবেন যতক্ষণ না তার আবার পরপর দুটি নেগেটিভ ফল আসে।  

এদিকে হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল বুধবার আবারও  নেগেটিভ এসেছে।  

জিল বাইডেনেরও এর আগে দুবার করোনার ফল নেগেটিভ আসে। তিনি রোববার সাউথ ক্যারোলিনা থেকে ডেলাওয়্যারে যান।  

গত ১৫ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন জিল বাইডেন। তখন তার সর্দির মতো উপসর্গ দেখা যায়। ওই সময় ফার্স্ট লেডিকে অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিডে দেওয়া হয়।

এর আগে গত ২১ জুলাই প্রথমবার করোনায় আক্রান্ত হন জো বাইডেন। এরপরেও তিনি আবারও করোনায় আক্রান্ত হয়েছিলেন।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।