কানাডার সাসকাচোয়ান প্রদেশে ছুরিকাঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীর লাশ মিলেছে।
রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশে ক্ষুদ্র জাতিসত্তা–অধ্যুষিত এলাকা ও নিকটবর্তী একটি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ডেমিয়েন ও মাইলস স্যান্ডারসন নামের ৩০ ও ৩১ বছর বয়সী দুই ভাইকে হামলাকারী হিসেবে শনাক্ত করে। হামলার পর তারা একটি গাড়িতে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা ব্ল্যাকমোর সোমবার জানান, হামলাকারীরা কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। অন্যদের ওপর এলোমেলোভাবে হামলা চালানো হয়েছে। কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা বলতে পারেননি তিনি।
হামলার পর জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেখানে প্রায় আড়াই হাজার আদিবাসী মানুষ বাস করেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ‘ভয়াবহ ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এসআইএস