ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল  পরীক্ষা চালিয়েছে মার্কিন সেনারা। বুধবার এক মাসের কম সময়ে দ্বিতীয়বারের মতো এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

 

এর আগে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুই দফা পেছায় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ স্পেস ঘাঁটি থেকে বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। তবে পরীক্ষায় পরমাণু অস্ত্র (ওয়্যারহেড) না থাকলেও সংঘাতের সময় ওয়্যারহেড থাকতে পারে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট অনুযায়ী এই পরীক্ষা চালানো হচ্ছে না।  

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এর আগে গত ১৬ আগস্ট এই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।