ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুনরুদ্ধার হওয়া শহর পরিদর্শনে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
পুনরুদ্ধার হওয়া শহর পরিদর্শনে জেলেনস্কি

রাশিয়ার সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া ইযিয়াম শহর পরিদর্শনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুনরুদ্ধার হওয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ইযিয়াম শহরটি রসদ সরবরাহের হাব হিসেবে ব্যবহার করতো রাশিয়া।

  

শহরটি পরিদর্শনে গিয়ে জেলেনস্কি তার সেনাদের ধন্যবাদ জানান। একটি পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের পতাকা দেশের প্রতিটি শহর ও গ্রামে ফিরে আসবে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন পূর্ব দনবাস অঞ্চলের শহর পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, এরইমধ্যে তার সেনারা খারকিভ অঞ্চলের ৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।  

তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।  

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন যে যুদ্ধে উল্লেখযোগ্য লাভ হয়েছে ইউক্রেনের।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।