ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্তদল। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে দেওয়া একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়।
রাশিয়া ইউক্রেনে হামলার সাত মাস পূরণ হবে শনিবার। এর একদিন আগেই এমনটি জানালো জাতিসংঘের তদন্তদল।
জাতিসংঘের তদন্তদলের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের এলাকায় বোমা হামলা চালিয়ে অসংখ্যা মানুষকে হত্যা করেছে ও যৌন নির্যাতন চালিয়েছে।
তদন্তদলের প্রধান এরিক মোসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে বলেন, কমিশন দ্বারা সংগৃহীত প্রমাণের ভিত্তিতে বলা যাচ্ছে যে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। রুশ সেনারা জনবহুল এলাকায় বিস্ফোরক ও অস্ত্রের ব্যবহার করেছে। এতে বেসামরিক জনগণের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা তা জানতে গত মেতে তদন্তদল গঠন করে জাতিসংঘ। দলটি ইউক্রেনের কিয়েভ, চেরনিহিভ, খারকিভ এবং সুমি অঞ্চলে প্রাথমিক তদন্ত চালিয়েছে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
ইআর