ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের ‘কুখ্যাত’ কারাগারে গুলি-আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
ইরানের ‘কুখ্যাত’ কারাগারে গুলি-আগুন

ইরানের কুখ্যাত এভিন কারাগার রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শোনা গেছে গুলির শব্দও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।  

রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটক করে রাখার জন্য পরিচিত ইরানের কুখ্যাত এভিন কারাগার।

কুর্দি তরুণী মাসা আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যেই ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷ 

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে অগ্নিশখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।  

একজন কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের জন্য  ‘উত্তেজনা’ ও ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ দায়ী। এই ঘটনায় আটজন আহত হয়েছেন।  এতে কোনো রাজনৈতিক বন্দী এতে জড়িত ছিল না।  

সংবাদ সংস্থা আইআরএনএ-কে একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে৷ 

গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতাবিষয়ক পুলিশের হেফাজতে মারা যান মাসা আমিনি৷ এরপর অশান্ত হয়ে ওঠে ইরান৷ যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়৷ শুক্রবার ইরানের একটি মানবাধিকার সংস্থা জানায়, আন্দোলনে  এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।