ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আম্মু বৈশাখ কোথায়?

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
আম্মু বৈশাখ কোথায়?

ঢাকা: আম্মু বৈশাখ কোথায়? আমি বৈশাখ দেখবো। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে এভাবেই মায়ের কাছে বৈশাখ দেখার জন্য আবদার করেছে ৮ বছরের শিশু আদৃতা।



ছোট্ট মেয়ের এরকম আবদার দেখে মা আবেদা চৌধুরী ঘোড়ার প্রতিকৃতি দেখিয়ে আদৃতাকে সান্তনা দেন।

আদৃতা ইচ্ছেঘুড়িকে বলে, আমি মনে করেছি বৈশাখ আমার মতই কেউ হবে। কিন্তু আম্মু বলেছে বৈশাখ আমাদের মতো নয়। বৈশাখকে দেখতেই আমি এখানে এসেছি। সকাল সকাল আব্বু-আম্মুর সঙ্গে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে।

আদৃতার মা আবেদা চৌধুরী বলেন, বাংলা নববর্ষ নিয়ে আসলে ছোটদের তেমন আগ্রহ নেই। ছোটবেলায় আমরা অনেক আনন্দ করতাম। কিন্তু এখনকার শিশুরা ঘর থেকেই বের হতে চায় না। সাতসকালে ঘুম থেকেও ওঠে না।

আদৃতার মতো এ প্রজন্মের অনেক শিশুই জানে না বাংলা সংস্কৃতি আর বাঙালির সবচেয়ে বড় সার্বজনীন এই উৎসব সম্পর্কে। যাদের অনেকেই বৈশাখকে প্রতিকৃতি হিসেবে চেনে। কারণ বড়রাও বাংলা নববর্ষ সম্পর্কে এসব শিশুদের তেমন কিছুই জানাচ্ছেন না।

এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম হয়তো একদিন ভুলেই যাবে আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যের কথা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২

সম্পাদনায়: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি/আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।