ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্বপ্নপুরীর স্বপ্নের কথা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ২৯, ২০১২
স্বপ্নপুরীর স্বপ্নের কথা

সুবিধাবঞ্চিত ২০ জন শিশু নিয়ে ২০১০ সাল থেকে স্বপ্নপুরী স্কুল নামে একটি অনানুষ্ঠানিক বিদ্যালয় পরিচালনা করে আসছে কয়েকজন তরুণ। শিক্ষার্থীদের বাড়তি চাপে পরের বছরই ক্লাস রুমের সংখ্যা বাড়াতে হয় তাদের।



এভাবেই চলে গেছে দু’বছর। তৃতীয় বছরে স্বপ্নপুরী স্কুল প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় বাজার সংলগ্ন একটি কক্ষে চারটি আলাদা শিফট করে নার্সারী, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামাজিক দায়বদ্ধতা থেকে কয়েকজন তরুণ কাজ করছে সুবিধাবঞ্চিত এসব শিশুদের জন্য।

স্বপ্নবাজ তরুণরা বিশ্বাস করে এসব সুবিধাবঞ্চিত শিশুরা যদি লেখাপড়া শিখে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে তবেই তাদের স্বার্থকতা।

স্কুলটি পরিচালনার পাশাপাশি উদ্যোক্তারা শিশুদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ, বই-খাতাও সরবরাহ করে থাকে।

সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন স্বপ্নপুরী স্কুল থেকে। দাঁড়াতে পারেন সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ৩০, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।