ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সাপ শব্দ শোনে মাটির কম্পন থেকে!

এস এম মুকুল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৩
সাপ শব্দ শোনে মাটির কম্পন থেকে!

মানুষ বা অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর কান রয়েছে মাথার দুপাশে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, সাপের কোনো দৃশ্যমান কান নেই।



 মানুষের কানের তিনটি অংশ- বাইরের দেখা যাওয়া অংশ, মধ্যম অংশ এবং একটি ভিতরের অংশ। যেকোনো শব্দ বাতাসে একপ্রকার তরঙ্গ সৃষ্টি করে। মানুষের কান সে তরঙ্গ থেকে শব্দ শোনে।

কিন্তু সাপের বাইরের ও মধ্যম কান নেই, আছে শুধু ভেতরে কান। সে কারণে সাপ বাতাসে ভেসে আসা শব্দতরঙ্গ শুনতে পারে না।

তাহলে কীভাবে তারা চলাফেরা, শিকার ধরার কাজ করে? একটা প্রশ্ন থেকেই যায়।

সাপ মূলত শব্দ শোনে মাটির কম্পন থেকে। এজন্য রয়েছে তাদের বিশেষ ব্যবস্থা। সাপের মুখের ভেতর সূক্ষ্ম এক ধরনের হাড় থাকে। এই হাড় সাপের নিচের চোয়ালের সঙ্গে অভ্যন্তরীণ কানের সংযোগ রক্ষা করে।

দেখা যায়, চলার পথে সাপ প্রায়ই মুখ ছোঁয়ায় মাটিতে। কারণ তারা সাপ মাটির কম্পন সংগ্রহ করে। এ কম্পন নির্দিষ্ট হাড়ের মাধ্যমে পাঠিয়ে দেয় অভ্যন্তরীণ কানে। এভাবে সাপ শব্দ শোনে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৩

সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।