ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় শিশুদের যত বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৩
মেলায় শিশুদের যত বই

বইমেলা থেকে: বাবা মায়ের হাত ধরে প্রতিদিনই শিশুরা আসছে বইমেলায়। স্টলে স্টলে ঘুরে শিশুরা ও তার অভিভাবকরা খোঁজ নিচ্ছে শিশুদের জন্য কী বই এসেছে।



অমর একুশে গ্রন্থমেলায় এবার অনেক প্রকাশনা সংস্থা থেকে এসেছে শিশুদের গল্প, উপন্যাস, ছড়াসহ অনেক বই।

শিশুদের পড়ার উপযোগী যেসব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘ছোটদের ছোটগল্প’ (পাঠক কলকাতা), পরিবেশক অনিন্দ্য প্রকাশ, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘কিশোর অমনিবাস’ (অনন্যা), ‘সুতোয় বাঁধা পুতুল’ (অনন্যা), ‘কিশোর সমগ্র ৯’ (সময় প্রকাশন), ‘এবারও হাফডজন ছোট কাকু’ (অন্যপ্রকাশ), ‘লাল বেবিটেক্সী’ (চন্দ্রাবতী একাডেমী), ‘প্যারিসের হ্যারিস সাহেব’ (অন্যপ্রকাশ), ‘ইডিপাসের অতিথি ও অন্যান্য গল্প’ (শব্দশৈলী), মুহম্মদ জাফর ইকবালের ‘গাব্বু’ (মাওলা ব্রাদার্স), শিশুসাহিত্যিক আলী ইমামের ‘কুঠিবাড়ি রহস্য’ (চন্দ্রাবতী একাডেমী), বিজ্ঞানবিষয়ক ‘আমার কিশোর তথ্য বই’ (সৃজনী), ‘বিজ্ঞানকোষ’ (বিজ্ঞান একাডেমী), জীবনী- ‘ছোটদের হুমায়ূন আহমেদ’ (শিশু প্রকাশ), ‘ছোটদের জসীমউদদীন’ (শিশু প্রকাশ), ‘ছোটদের জয়নুল’ (শিশু প্রকাশ), ‘ছোটদের বিদ্যাসাগর’ (শিশু প্রকাশ), ‘ছোটদের জীবনানন্দ’ (শিশু প্রকাশ), ‘ছোটদের মুহাম্মদ শহীদুল্লাহ’ ‘ছোটদের সুনীল গঙ্গোপাধ্যায়’, ‘প্রাচীন পৃথিবীর সেরা ৭ বিস্ময়’, ‘সেরা ৭ অবদান’, ‘সেরা ৭ আবিষ্কার’ (আদিগন্ত প্রকাশন), বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটনের ‘গণেশ ধনেশ রণেশ এবং ভূতের বাচ্চা’ (চন্দ্রাবতী একাডেমী)।

এছাড়া কিশোর উপন্যাস ‘অর্জুন’ (অনন্যা), আনিসুল হকের কিশোর উপন্যাস ‘একাত্তরের একদল দুষ্টু ছেলে’ (অনন্যা), আমীরুল ইসলামের ‘ছড়া রচনাবলী ৩’ (অনন্যা), ‘মেঘ পাখি ও পাখি মেঘের ছড়া’ (অনন্যা), ‘আকাশ কুসুম রূপকথা’ (চন্দ্রাবতী একাডেমী), ‘অপারেশন টেবিলে আমার ছড়াগুলো’ (অনন্যা), ‘কোনালের বাবাবন্ধু ও অন্যান্য গল্প’ (শব্দশৈলী), আহসান হাবীবের ‘ফার্স্ট সেকেন্ড থার্ড’ (শুভ্র প্রকাশনী), ‘বাবা এখন একেবারে ছোট’ (জাগৃতি প্রকাশনী), আনজির লিটনের ‘ভূতের গলির ভূত’ (জাগৃতি প্রকাশনী), ‘ছড়ার বই’ রঙের ঘরে তুলির রাজা’ (নান্দনিক), ফজল-এ-খোদার ‘ছড়াকলাকার’ (নান্দনিক), সাজ্জাদ কাদিরের ‘তেপান্তর’ (প্রিয়মুখ), রস চৈনিক (দিব্য প্রকাশ), ইকবাল খন্দকারের রহস্যময় কিশোর থ্রিলার ‘স্কুল জুড়ে আতঙ্ক’ (শুভ্র প্রকাশ), পলাশ মাহবুবের ‘দুই দল দুরন্ত’ (শুভ্র প্রকাশ), আহমাদ মোস্তফা কামাল সম্পাদিত রবীন্দ্র কিশোরতোষ ‘রৌদ্র ছায়ার খেলা’ (শুদ্ধস্বর), রনদীপম বসুর ‘টিপলু’ (শুদ্ধস্বর), শামী রুনার ‘গান নামের মেয়েটি’ (শুদ্ধস্বর), মনি হায়দারের ‘লাল ঘুড়ি ও রাজকন্যা (নান্দনিক), এনামুল হকের ‘টুকুনমণি’ (নান্দনিক), আখতারুজ্জামান ইলিয়াসের ‘কিশোর সমগ্র’ (মাওলা ব্রাদার্স), বশীর আল হেলালের ‘শিশিরের দেশে অভিযান’ (মাওলা ব্রাদার্স), বেবী মওদুদের ‘টুনটুনি টুনটুন’ (মাওলা ব্রাদার্স), রাব্বানী চৌধুরীর ‘ছড়া ভাণ্ডার’ (উৎস প্রকাশন), ড. মাহবুবউদ্দিন চৌধুরীর ‘ছোটদের সুন্দরবন’ (মাওলা ব্রাদার্স), কাইজার চৌধুরীর  কিশোর গল্পগ্রন্থ ‘ছটাগল্পের ছটা’ (ঐতিহ্য), রিজিয়া রহমানের ‘রাজার ছড়া অন্য ছড়া’ (ঐতিহ্য), শরিফুল ইসলামের শিশুতোষ গ্রন্থ ‘বিড়ালের মামি’, কাশবন প্রকাশনা থেকে বের হয়েছে ছড়া ‘ফুল ফোটানোর ছড়া’ -এসব বই মেলায় এসেছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৩
এডিএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।