ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নীলফামারীতে শিশুসমস্যা জরিপ বিষয়ক ওরিয়েন্টেশন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৮, ২০১৩

নীলফামারী: নীলফামারীতে দিনব্যাপী শিশুসমস্যা জরিপ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নীলফামারীর ড্যানিশ বাংলাদেশ লেপ্রসি মিশন সম্মেলন কক্ষে লোকাল ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড কমিউনিটি ইমপাওয়ারম্যান্ট প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।



জেলা প্রশাসন এবং শিশু একাডেমির আয়োজনে সকালে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মাহফুজুল হক। নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গুল্লাল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার আল মোমিন বক্তব্য রাখেন।

নীলফামারীর ডিমলা এবং কিশোরীগঞ্জ উপজেলার ৩০জন অংশ নেন ওরিয়েন্টেশনে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, ডিমলা উপজেলার প‍ূর্ব ছাতনাই এবং কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে জরিপ সম্পন্ন করায় স্বেচ্ছাসেবকদের নিয়ে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ০৮, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।