ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় লুৎফুর রহমানের ‘বর্ণমালার ছড়া’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মেলায় লুৎফুর রহমানের ‘বর্ণমালার ছড়া’

মেলায় এসেছে লুৎফুর রহমানের ছড়ার বই 'বর্ণমালার ছড়া'। শিশুতোষ এ বইটি প্রকাশ করেছে বাংলাদেশ সোস্যাল ক্লাব দুবাই।



ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলা বানান, বার, মাস, দিক, বানানের যন্ত্রণা আর বিষয়ের চাপ- এসব নানাদিক ছন্দে ছড়ায় উপহার দেওয়ার চেষ্টা করেছি। প্রচ্ছদ করেছেন রাজীব রায়।

বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানোর লক্ষ্যেই এ বইয়ের প্রতিটি ছড়া। বইটি শুধু শিশুদের নয়, বরং শিশুদের অভিবাবকদেরও আবার বাল্যকালে নিয়ে যাবে। বইটির মূল্য ১০০ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে নাগরী প্রকাশ ৩৭৭ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।