ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দরিদ্র শিশুদের উন্নয়নে এগিয়ে আসুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১
দরিদ্র শিশুদের উন্নয়নে এগিয়ে আসুন

ঢাকা: দরিদ্র শিশুদের উন্নয়নে সরকার এবং বেসরকারি সংস্থার পাশাপাশি বিত্তবানদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী। তা না হলে দেশের বিপুল সংখ্যক দরিদ্র শিশুরা সুবিধা বঞ্চিত থেকে যাবে বলে তিনি মন্তব্য করেন।



সোমবার শিশু অধিকার সপ্তাহ-২০১১ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্লান বাংলাদেশের উদ্যোগে শিশু একাডেমীতে আয়োজিত শিশু সমাবেশ ও আনন্দ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুনীতি-২০১০ এ ১৮ বছরের নিচে সকলকে শিশু বলে উল্লেখ করা হয়েছে। সরকার সার্বিকভাবে দারিদ্র বিমোচন এবং নারী ও শিশু দারিদ্র বিমোচন এ দুটি কর্মসূচীর মাধ্যমে শিশু দারিদ্র হ্রাসের চেষ্টা করছে। ’

সমাজের সকলকে শিশুর অধিকারের ব্যাপারে সচেতন না হলে এসব শিশুর বঞ্চনা ঘুচবে না বলে তিনি মন্তব্য করেন।

শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ইউনিসেফ’র দেশীয় প্রতিনিধি ক্যারল ডি রয়, মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার রলি এবং প্লান বাংলাদেশের দেশীয় পরিচালক আনোয়ার রশিদ শিকদার।

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে গত ৩ অক্টোবর থেকে শিশু একাডেমীতে শিশুদের মেলা এবং সমাবেশ চলছে। মঙ্গলবার এ সমাবেশের সমাপ্তি হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।