ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ ভারত নেপালের শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১২
বাংলাদেশ ভারত নেপালের শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার শুরু

ঢাকা: বাংলাদেশ, ভারত ও নেপালের সহস্রাধিক শিশুদের নিয়ে চারদিনের এক প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার ৮ মার্চ শুরু হচ্ছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১১ মার্চ রোববার পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ক্যাম্পে শিশুদের ব্রতচারী নৃত্য, ছড়াগীতি, ভঙ্গিগীতি, কুচকাওয়াজ, ডিসপ্লে, প্রাথমিক চিকিৎসা, সংবাদ লিখন ও সংবাদ পাঠ, সংগীত-নৃত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।



এছাড়া বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস, সামাজিক আন্দোলন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন দেশের বরেণ্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পের তৃতীয় দিন ১০ মার্চ শনিবার মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়বার দৃপ্ত শপথে ঢাকার রাজপথে শিশু-কিশোর ৠালির আয়োজন থাকবে। স্বাধীনতার মাস উপলক্ষে ক্যাম্পস্থলে আয়োজন করা হবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর।

ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশের কেন্দ্রীয় খেলাঘর আসর। ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেলাঘরের ১০০০ ভাই-বোন, ভারতের পশ্চিমবঙ্গের সব পেয়েছির আসর ও কিশোর মেলা এবং নেপালের দিপীকা শিশু সাংস্কৃতিক দলের শিশুরা অংশ নেবে।    

বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে ‘খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প-২০১২’ এর উদ্বোধন করবেন বরেণ্য শিক্ষাবিদ-বুদ্ধিজীবী বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসরের সাধারণ সম্পাদক সনৎ ভট্টাচার্য্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সব পেয়েছির আসর ব্রতচারী রায়বেশে এবং খেলাঘরের শিশু-কিশোররা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

১১ মার্চ রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। সম্মানিত অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিক-মুক্তিযোদ্ধা হারুন হাবীব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ক্যাম্পের কো-স্পন্সর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান সরকার এবং আরডিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

ক্যাম্পের বিভিন্ন আয়োজনে সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ও ক্যাম্প উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

উদযাপন পরিষদের আহ্বায়ক খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।