ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জামিন পেলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
জামিন পেলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন পেয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।

বুধবার (২৬ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর অবকাশকালীন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী ফরহাদ হোসাইন।  

তিনি সাংবাদিকদের বলেন, আদালত উভয় পক্ষের শুনানি শেষে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শাহ নেওয়াজ।

এর আগে ১২ এপ্রিল রাজধানীর হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের কর হয়।

মামলায় ২১ আসামির মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর আলমের নাম থাকলেও সেখানে তার বাবা-মায়ের নাম এবং স্থায়ী-অস্থায়ী কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি।

সাংবাদিক জাহাঙ্গীর আলম সংবাদ সংস্থা ইউএনবির অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক এবং শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ক্রাইম রিপোর্টর্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।