ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলায় নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
মাদক মামলায় নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদক মামলায় ৭ খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আমিনুল হকের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন নূর হোসেনসহ ৭ আসামি। মামলায় ১০ জন আসামি থাকলেও এদের মধ্যে ৩ জন পলাতক রয়েছেন।

আদালতে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় সাক্ষ্য দেন সাক্ষী মো. জহিরুল হক।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আজ সিদ্ধিরগঞ্জ থানার মাদক মামলায় নূর হোসেনসহ ৭ জনের উপস্থিতিতে সাক্ষ্য্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আদালতে অনুপস্থিত ছিলেন আরও ৩ পলাতক আসামি।

এর আগে সকালেই আসামিদের কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত ৭ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন। পরে আসামিদের আবার কঠোর নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।