ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাত ডাকাতের দুই বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
সাত ডাকাতের দুই বছরের কারাদণ্ড

ঢাকা: ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণের দায়ে রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় সাত আসামির দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন।

 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রতন ওরফে বম রতন, জুয়েল, জীবন ওরফে পট্টি জীবন, রিপন, শাহীন, শামীম হাওলাদার ও অলিউল্লাহ।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জুলাই আসামিরা মোহাম্মদপুর থানাধীন বিজলী মহল্লার জান্নাতবাগ মাঠে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির জন্য সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।  

এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক অপূর্ব বর্মন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সুজন মাহমুদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।