ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এমপি আনার হত্যা: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার দুই আসামির ১০ দিনের রিমান্ডে আবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এমপি আনার হত্যা: চট্টগ্রাম থেকে গ্রেপ্তার দুই আসামির ১০ দিনের রিমান্ডে আবেদন 

ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

এই দুই আসামি হলেন- ফয়সাল আলী সাহাজী ওরফে সাজী এবং মোস্তাফিজুর রহমান ফকির।

 

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আজ দুপুরেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।  

চট্টগ্রামের ভোজপুর থানাধীন শ্রী শ্রী মা পাতাল কালি মন্দির থেকে গতকাল তাদের আটকের কথা জানায় ডিবি। এরপর তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
কেআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।