ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশে অপহরণের মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- ফয়সাল আলী সাহাজী ওরফে সাজী ও মোস্তাফিজুর রহমান ফকির।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান।
রিমান্ড আবেদনের পক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তাদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাদের চট্টগ্রামের ভোজপুর থানার মা পাতাল কালি মন্দির থেকে গতকাল তাদের আটকের কথা জানায় ডিবি। এরপর তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
কেআই/আরবি