ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ময়মনসিংহ : স্ত্রী হত্যার দায়ে রাজ্জাক নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। রোববার (২৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক নওয়াজেশ আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, ২০১৩ সালে ময়মনসিংহ সদর উপজেলায় স্ত্রী জুলেখা বেগমকে যৌতুকের দাবিতে কুপিয়ে হত্যা করেন ঘাতক স্বামী রাজ্জাক। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রোববার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময় ১৪৫০ ঘন্টা, আগষ্ট ২৮, ২০১৬
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।