ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

সময় টিভির টক শো’র সিডি চেয়েছেন আপিল বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
সময় টিভির টক শো’র সিডি চেয়েছেন আপিল বিভাগ

ঢাকা: বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনে মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে প্রচারিত প্রচারিত একটি টকশো’র বক্তব্য আদালত অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখতে ওই অনুষ্ঠানের অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট আগামী ০৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলেছেন আপিল বিভাগ।

সময় টেলিভিশনের সিইও বা প্রযোজককে ওই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতরের মাধ্যমে এসব রেকর্ড জমা দিতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার (৩১ আগস্ট) এ আদেশ দেন।

সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে অবহিত করেন যে, সময় টিভিতে গতকাল (মঙ্গলবার) রাতে টকশো’ প্রচারিত হয়েছে। সেখানে আপিল বিভাগ, মীর কাসেম আলীর মামলার রায় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এসব বক্তব্যে আদালত অবমাননাকর কোনো মন্তব্য আছে কি-না, তা খতিয়ে দেখা দরকার।

এরপরই টকশো’র রেকর্ড করেন সর্বোচ্চ আদালত।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় সময় টিভির আলোচনা অনুষ্ঠান ‘সম্পাদকীয়তে’ ‘যুদ্ধাপরাধের বিচার এবং ‘কাঠগড়ায়’ প্রসিকিউশন’ শিরোনামে আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ইএস/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।