ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

শায়খ রহমানের ২ সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
শায়খ রহমানের ২ সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড ছবি: আবু বক্কর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে আলোচিত সেই ‘সূর্য দীঘল’ বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলায় দুই জঙ্গির ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা দু'জনই জঙ্গি শায়খ আবদুর রহমানের সহযোগী ছিলেন।

এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমান, অনাদায়ে আরও সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক ইব্রাহীম মিয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাজেদুল ইসলাম হৃদয়, আবদুল আজিজ ওরফে আজিজুল ইসলাম হানিফ।

সিলেট আদালতের পিপি মাসুক আহমেদ বাংলানিউজকে জানান, সূর্য দীঘল বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলার (জিআর ২০৮/০৬) বিশেষ ক্ষমতা আইন ১৯৪/১৩ মামলায় জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানসহ তিনজন আসামি ছিলেন। আদালতে ৪৩ জন সাক্ষির মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।