ঢাকা: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমদসহ ৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চার্জ গঠন করেছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এ চার্জ গঠন করেন।
এর মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
২০১০ সালের ১৯ এপ্রিল গ্রিন রোডের একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে শেরে-বাংলা নগর থানা পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন- সাইদুর রহমান ওরফে রাজীব, কাজী মোরশেদুল হক ওরফে প্লাবন, এম এ ইউসুফ, তানভীর আহমেদ ও তোহিদুল আলম চঞ্চল। আসামি তোহিদুল আলম পলাতক, বাকিরা জামিনে রয়েছেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।
২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমআই/জেডএস