ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দুদক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
দুদক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা আনোয়ারুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা আনোয়ারুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

দুদকের নোটিশ দেওয়া বিষয়ক এক মামলার আদেশের সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খানের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আপিল বিভাগ মৌখিকভাবে এ নির্দেশ দেন।

আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও এম আবুল কাশেম সেলিম।  
 
বারবার সম্পদের তথ্য চেয়ে তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী বনানীর আশরাফুল হককে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আনোয়ারুল হক নোটিশ দেওয়ায় এ আদেশ দেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ীর আইনজীবী এম আবুল কাশেম সেলিম।

২০১০ সালের ১৯ অক্টোবর আশরাফুল হকের সম্পদের তথ্য বিবরণী চেয়ে নোটিশ দেন দুদকের ওই কর্মকর্তা। এ নোটিশ পাওয়ার পর সম্পদের তথ্য দাখিল করেন আশরাফুল হক। এরপর তাকে ২০১১ সালের ৪ এপ্রিল আবার নোটিশ দেন একই কর্মকর্তা। দ্বিতীয়বারও সম্পদের তথ্য বিবরণী দাখিল করেন। কিন্তু কয়েক মাস পর ওই বছরেরই ৭ আগস্ট তৃতীয় দফায় তাকে নোটিশ দেওয়া হয়।  

এ অবস্থায় তৃতীয় নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে রিট আবেদন করেন আশরাফুল হক। ২০১৩ সালের ১৩ জুন এ রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে ২০১৪ সালে লিভ টু আপিল আবেদন দাখিল করা হয়। এ লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শেষে আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৪,২০১৬
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।