ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দীর্ঘ কারাবন্দি দু’জনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৭
দীর্ঘ কারাবন্দি দু’জনের জামিন

ঢাকা:  প্রায় ১০ বছর ধরে কারাবন্দি দু’জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিন পাওয়া দু’জন হলেন- ময়মনসিংহের গৌরিপুর উপজেলার লাটুরপাড়া গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে স্ত্রী হত্যা মামলার আসামি মজিবুর রহমান (৪৩) এবং একই জেলার ফুলবাড়িয়ার জোড়বাড়িয়া পালাকান্দা গ্রামের সেকান্দার আলীর ছেলে শ্যালক হত্যা মামলার আসামি সোহেল (২৮) ।

আদালতের নির্দেশে পাঁচজনকে হাজির করার পর ওই দু’জনকে সোমবার (২৯ মে) জামিন দেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।


 
বাকি তিনজনের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন ‌আদালত।
 
ময়মনসিংহ কারাগারে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে কারাবন্দি ৫ আসামির জামিন চেয়ে গত ১৫ মে আবেদন জানান সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। এ আবেদনের শুনানি নিয়ে ওই ৫ জনকে ২৯ মে হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট।

অন্য তিন কারাবন্দি হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের আবুল হাসেমের ছেলে  সঞ্জু (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছলিনা গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে জিন্নত আলী (৩২) ও পটুয়াখালীর পুকুর জায়া গ্রামের আব্দুস সোবহান জমাদ্দারের ছেলে সারোয়ার হোসেন (৪০)।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।