পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাজারজাত করায় তিনটি বেকারির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবনী চাকমা এ জরিমানা করেন।
র্যাব-৮ এর ডিএডি শাহরিয়ার জানান, কাউখালী শহরের তিনটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে অভিযান চালানো হয়।
এ সময় কাউখালী মধ্য বাজারের রুমী কনফেকশনারিকে ৫ হাজার টাকা, শহরের বাসস্ট্যান্ড এলাকায় নিপা বেকারিকে ৫ হাজার টাকা ও গারতী এলাকার মিজান বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১৭
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।