বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অভিযোগ করেন তিনি।
এর আগে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন অভিযোগ করেন, ‘দলীয় কাজে ব্যবহৃত হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়’।
জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এগুলো তাদের অহেতুক দোষারোপ। কারণ, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোনো সময় আইন বা মামলা-মোকদ্দমার বাইরে কোনো বিষয়ে কথা বলে না। বরং, তারাই নানাভাবে আইনজীবী সমিতিকে দলীয়করণ এবং একটি দলের ‘মুখপাত্র’ করে ফেলার চেষ্টা করছেন’।
সমিতির নেতারা জনগণকে বিভ্রান্ত করতে কতোগুলো অহেতুক প্রশ্ন উত্থাপন করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আজ আদালতেই স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায়ই অবস্থান করছেন’।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সমিতির নেতারা যখন আবার আরজি জানিয়েছেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আদেশ যেন দেওয়া হয়, তখন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি তাদেরকে বলেছেন যে, এটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না’।
মাহবুবে আলম বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আইনজীবী সমিতির নেতাদের বলেছেন, তিনি যেদিন দায়িত্ব পেলেন, সেদিনই ওই নেতাদের তার সঙ্গে দেখা করা উচিত ছিলো। কিন্ত তারা দেখা করেননি’।
‘যেকোনো বিষয়ে আদালতের সামনে আবেদন না জানিয়ে ব্যক্তিগতভাবে চেম্বারে গিয়ে কথা বলারও পরামর্শ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি’।
তিনি বলেন, ‘আশা করি, এরপর আইনজীবী সমিতির নেতারা বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন তুলবেন না। কারণ, তাদের আবেদন শোনার পর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন- এটি আপিল বিভাগের এখতিয়ার নয়’।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার জানা মতে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মেয়ে থাকেন অস্ট্রেলিয়ায়, আরেক মেয়ে কানাডায়। ওই দুই দেশে তিনি অসংখ্যবার গেছেন। মন চাইলে আবারও যাবেন। এটি তো তার ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে আমরা কথা বলবো কেন?’
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এজেড/এএসআর