বৃহস্পতিবার (০৫ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন বলে জানিয়েছেন ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
বাড়িটি ভাঙার কাজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রুলে ‘নিকি সাহেবের বাড়ি’ কেন দেশের ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংস্কৃতিসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এনে হাইকোর্ট এ আদেশ দেন বলেও জানান এস এম মনিরুজ্জামান।
সংবাদ মাধ্যমের খবর অনুসারে, পুরান ঢাকার আরমানিটোলার আর্মেনিয়ান স্ট্রিটের ৮/১ ও ৮/২ নম্বর হোল্ডিংয়ে ১৯ শতক জায়গায় নির্মিত বাড়িটিতে বাস করতেন আর্মেনীয় বংশোদ্ভূত জমিদার নিকোলাস পোগজ। এটি নিকি সাহেবের বাড়ি নামে পরিচিত ছিল। অথচ ঐতিহ্যবাহী বাড়িটি সংরক্ষিত ভবনের তালিকায় নেই।
অনিন্দ্যসুন্দর সেই দ্বিতল ভবন এখনকার মালিকেরা ভেঙে ফেলছেন। কয়েক সপ্তাহ ধরে ভাঙার কাজ চলছে। ইতোমধ্যে ভবনটির সামনের এক-তৃতীয়াংশ গুঁড়িয়ে ফেলা হয়েছে।
ভবনটি সংরক্ষণের দাবিতে বুধবার (০৪ অক্টোবর) বিকেলে আরমানিটোলার আর্মেনিয়ান স্ট্রিটে মানববন্ধন করেছে ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ।
আরবান স্টাডি গ্রুপ জানিয়েছে, প্রায় ২০০ বছরের পুরনো ওই ভবনটি ইতিহাস ও স্থাপত্যিক গুরুত্বের কারণে আরমানিটোলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। ভবনটির মূল অবয়বে রয়েছে ইউরোপিয়ান ধ্রুপদি রীতির লম্বা কলামের সারি। ভবনের সামনের অংশে দোতলার মাঝ বরাবর অবস্থিত প্যানেলটি আকারে অপেক্ষাকৃত বড় ও কারুকার্যখচিত। ভবনের পূর্বদিকের দেয়ালে রয়েছে একই ধরনের কারুকার্যখচিত খিলান। এর ছাদের কার্নিশ ও রেলিংও নকশাখচিত।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
ইএস/এএসআর