ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

১৫ দিনের মধ্যে থানায় জমা দিতে হবে হাইড্রোলিক হর্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
১৫ দিনের মধ্যে থানায় জমা দিতে হবে হাইড্রোলিক হর্ন সুপ্রিম কোর্ট

ঢাকা: এখনো যেসব গাড়ির মালিক-চালকের কাছে হাইড্রোলিক হর্ন রয়েছে, সেগুলো ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানা পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর রোববার (০৮ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৩ আগস্ট রুল জারিসহ রাজধানীতে চলাচলকারী সকল যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ, ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে, তা জব্দের নির্দেশ দেন হাইকোর্ট।

দু’সপ্তাহের মধ্যে হাইড্রোলিক হর্নের আমদানি-ব্যবহার নিষিদ্ধের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দিতে বলেছিলেন আদালত। এর প্রেক্ষিতে প্রতিবেদন দাখিল করেন ডিএমপিসহ সংশ্লিষ্টরা।
 
রুলে হাইড্রোলিক হর্ন বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চান হাইকোর্ট।
 
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজিপি, হাইওয়ে পুলিশের ডিআইজি, ডিএমপি’র কমিশনার, ট্রাফিকের যুগ্ম কমিশনার, বিআরটিএ’র চেয়ারম্যান, ঢাকার ট্রাফিকের চার ডিসিসহ ২০ জনকে রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। হিউম্যান রাইটস্‌ অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করেছিলেন তিনি।

মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, যেসব গাড়িতে এখনো হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে, সেসব গাড়ির মালিকদেরকে ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে বলেছেন হাইকোর্ট। আর পুলিশ কর্তৃপক্ষকে বলেছেন, যেসব হাইড্রোলিক হর্ন জমা হবে, সেগুলো ধংস করতে হবে।

এর আগে হাইড্রোলিক হর্ন জব্দ করা সংক্রান্ত যে আদেশ দিয়েছেন আদালত, তা বহাল আছে বলেও জানান এই আইনজীবী।

তিনি জানান, ঢাকাসহ সারা দেশে শব্দদূষণের অন্যতম কারণ হলো যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন। এ হর্ন জব্দ করতে আদেশ ও তার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই প্রেক্ষিতে আদালতে পুলিশ কমিশনার এবং অন্য কর্তৃপক্ষ প্রতিবেদন  দাখিল করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন শত শত হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। কিন্তু তাতে টেকনিক্যাল সমস্যা হচ্ছে যিনি হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন, এ আইনে তার শাস্তি হলো মাত্র ১০০ টাকা।   এতে ব্যবহারকারীরা ১০০ টাকা জরিমানা দিয়ে আবারও ওই হর্ন ব্যবহার করছেন। ফলে মালিকদেরকে হর্ন ব্যবহার থেকে বিরত রাখা যাচ্ছে না।  

এরপরই এসব আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।