রোববার (০৮ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সার এ আদালত পরিচালনা করেন।
এর আগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশ দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে।
এদের মধ্যে ১৭ জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং বাকী দু’জনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন-উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল সাত্তার মিয়ার স্ত্রী শিপা (২৫), আশুক মিয়ার স্ত্রী রুবিনা (২৪), জরু মিয়ার স্ত্রী সাজেদা (৬০) রাইজ মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৪০), হাবিবুল্লাহ কামাল মিয়ার স্ত্রী তৈয়বা খাতুন (৪০), সেলিম মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), শাহজাহান মিয়ার স্ত্রী আকলিমা, নাছির মিয়ার স্ত্রী মিনা বেগম (৩৫), আলকাছ মিয়ার স্ত্রী নাছিমা (৪৫), জালাল মিয়ার স্ত্রী সুহেদা বেগম (২২), মৃত নূরুল হকের স্ত্রী নীলুফা বেগম (৫০), মৃত ফরিদ মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৩৫), হোসেন মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৪৫), রতন মিয়ার স্ত্রী তহুরা বেগম (৩৫), সফিক মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫), বাচ্চু মিয়ার স্ত্রী নীলুফা বেগম (৫০), মৃত নূরু মিয়ার ছেলে হাবিব (৩৫), জেলার সদর উপজেলার সুহলপুরের সাইদুর রহমানের স্ত্রী বিউটি (৪০) ও আশুগঞ্জ চরচারতলা এলাকার খালেক খন্দকারের স্ত্রী তাহমিনা বেগম (৩৫)।
এদের মধ্যে তৈয়বা খাতুন ও ফরিদা বেগমকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও তাহমিনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সার ১৯ জনকে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
আরএ